মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবকের আত্মহত্যা
রাউজানে যুবকের আত্মহত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের পুত্র। আত্নহত্যার দু’দিন আগে আরমান তার ফেসবুক স্টাটাসে লিখেন মৃ’ত্যু ব্যতীত কোন কিছুই আমাদের জন্য স্থায়ী নয়।
এ ব্যাপারে আরমানের বাবা জসিম উদ্দিন বলেন, আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যস্ত ছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি এ বিষয়ে জানি না।
এ ঘটনার বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, এই ধরনের কোনো তথ্য আমরা পায়নি। আমি চট্টগ্রাম নগরীতে আছি। খবর নিয়ে পরে জানানো হবে।
প্রসঙ্গত রাউজানে গত ২০২২ সালে ১৬ মার্চ বিষপানে আত্মহত্যা করেছিল ইউপি সদস্য জসিম উদ্দিনের মেয়ে আইরিন সুলতানা নিপা।
রাউজানে অজগর সাপ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ঊনসত্তর পাড়া হতে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকাল ১১ টার উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের গৌরসঙ্কর হাটে ইসহাক সওদাগরের আল মদিনা ডেকোরেটার্স এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নামক দোকন হতে অজগরটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ১২ কেজি ও লম্বায় প্রায় সাড়ে ৯ফুট
পরে সংবাদ পেয়ে বেলা ২ টার দিকে স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।
উদ্ধারের পর রাউজান বন বিভাগে যোগাযোগ করলে তাদের কোন সহযোগিতা পায় নি বলে অভিযোগ করেন তারা।
এ ব্যাপারে রাউজান বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুমদারের কাছে জানতে চাইলে, তিনি অসহযোগীতার কথা অস্বীকার করে বলেন, আমি তাদেরকে অজগরটি উদ্ধার করে অফিসে নিয়ে আসতে বলেছি। তাদের বকশিস দেওয়া হবে বলে জানিয়েছি।