![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
রামগড়ে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে
যাওয়া মো. জুবায়ের হোসেন(৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত মোঃ জুবায়ের হোসেন ফেনীরকুল এলাকার টমটম চালক জাফর আহম্মদের ছোট ছেলে।
খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখ জনক এ ঘটনায থানায় কোন মামলা হয়নি।