শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস মানবিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
ফটিকছড়িতে ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস মানবিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর-২০২৪ তারিখ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর হরিনা অমৃতধাম বিহার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পবিরারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম নামের মানবিক সংগঠন।
ভূজপুর হরিনা অমৃতধাম বিহারের বিহার অধ্যক্ষ ও ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রামের
চীফ কর্ডিনেটর ভদন্ত বিজয়ানন্দ থেরো মহোদয়ের সার্বিক তত্বাবধানে বন্যায় কবলিত প্রায় ৪০টি পরিবারকে উপহার সামগ্রী বিতরন করা হয়।
এ সময়ে ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস এরচট্টগ্রাম শাখার মহাসচিব প্রকৌশলী সমীরণ বড়ুযা,
হাটহাজারীর স্বপন বড়ুয়া,সন্জীব বড়ুযা তিনু, বাংলাদেশ সেনাবাহিনীর সবুজ বড়ুয়া, সীমা বড়ুয়া ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস এর চট্টগ্রামের চীফ কর্ডিনেটর ভদন্ত বিজয়ানন্দ থেরো মহোদয় বলেন, এধরনের মানবিক সেবার কাজ অব্যহত থাকবে। তিনি বৌদ্ধ সমাজের হৃয়বান ব্যক্তিদের মানবিক সেবার কাজে এগিয়ে আসার আহবান জনান।