শিরোনাম:
●   পারভেজ হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান ●   ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ ●   ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ●   রাঙামাটি জেলায় গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার বাস্তবায়ন ও প্রতিফলন ঘটেনি ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   অবিলম্বে মেঘনাকে মুক্তি দিন, ৭৪ এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করুন ●   মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে ●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন ●   সু-প্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারী দিয়েছে পিসিসিপি ●   পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি ●   জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে
রাঙামাটি, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করায় আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

--- নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে এক সেচ্ছাসেবক লীগ নেতাসহ আরো ৩ জনের বিরুদ্ধে। ঘটনাটি গত বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের একটি চায়ের দোকানে ঘটেছে।
এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বিচার চেয়ে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযুক্তরা হলেন, গোপীনাথপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আব্দুল হাই সাফী এবং অনান্যরা হলেন, সুজন(৩৭), মাহফুজুর রহমান মফিজুল(৩৭) ও বাদশা (৪২)। অভিযুক্ত ৪ জনই উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে স্থানীয় কিছু আওয়ামীলীগের নেতাকর্মীরা বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে বিভিন্ন কটুক্তি এবং কু-মন্তব্য করতে থাকেন। এসময় সেখানে সামিউল বাছির নামের একজন তাদের কটুক্তি করতে নিষেধ করেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় কয়েকজন ছাত্ররা তাকে ডেকে বিষয়টি জানতে চাইলে তাদেরও বিভিন্ন হুমকি দেয় ওই সেচ্ছাসেকলীগ নেতা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ওই গ্রামে গিয়ে শহীদ আবু সাঈদকে কটুক্তির বিষয়ে প্রতিবাদ জানান তারা।
এঘটনায় কটুক্তির বিচার চেয়ে ছাত্রদের পক্ষ থেকে রাহাদ নামের এক শিক্ষার্থী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একইসাথে আব্দুল হাই সাফীর চাকুরী থেকে পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। ওই ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে বলে জানান গ্রামবাসী।
বাদী রাহাদ হোসেন নামের ওই ছাত্র বলেন, গোপীনাথপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হাই সাফিসহ আরো কয়েকজন চা স্টলে আন্দোলনে শহীদ আবু সাঈদ কোন ছাত্র নয় এবং সে রাজাকার বলে তাকে আখ্যায়িত করে তার বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি করেছে। এ কথা শুনে আমরা ছাত্ররা প্রতিবাদ করতে গেলে উল্টা সে আমাদের হুমকি দেয়।
এ ঘটনায় তার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
নিশাত হোসেন নামের ওই দোকানী বলেন, আমার দোকানে তারা প্রায়ই বসতো। সেদিন তারা শহীদ আবু সাঈদকে নিয়ে বিভিন্ন কু-মন্তব্য করেছে। একজন প্রতিবাদ করলে আব্দুল হাই সাফি এখান থেকে চলে যায়।
এবিষয়ে কথা বলতে আব্দুল হাই সাফি’র বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী লাবনী খাতুন বলেন, আমার স্বামী কখনোই আবু সাঈদকে নিয়ে কটুক্তি করেনি। শত্রুতা মূলকভাবে আমার স্বামীর বিরুদ্ধে তারা এই মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার স্বামীর বিরুদ্ধে গুজব রটাচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্কেলপুরের সমন্বয়ক মাহফুজ আহমেদ শুক্রবার জানান, সেচ্ছাসেবলীগ নেতা সাফি আমাদের শহীদ আবু সাঈদকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। তাকে বিভিন্নভাবে গালি দিয়েছে। এর প্রতিবাদে বিষয়টির কারণ জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানালে তার নির্দেশনা অনুযায়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। আমরা শহীদের অবমাননা হতে কোনভাবেই হতে দেব না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
থানার ওসি নয়ন হোসেনের ভাষ্য, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম শুক্রবার দুপুরে বলেন, ছাত্রদের গণ আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চা স্টলে সেচ্ছাসেবকলীগ নেতা বিভিন্ন কটুক্তি করেছে বলে ছাত্ররা আমার কাছে আসে। তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)