সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ৩ বিজিবি’র অধিনায়ক এর সাথে গণমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়
পানছড়িতে ৩ বিজিবি’র অধিনায়ক এর সাথে গণমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়
মোহাম্মদ হেলাল উদ্দিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেন।
সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় এলাকার ২৮ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া স্থানীয় জনগনের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে নিয়মনীতির মধ্য থেকে যথাসাধ্য সমাধানের চেষ্টা করা হবে বলে অধিনায়ক সকলকে আশ্বস্থ করেন।
এছাড়াও সাম্প্রতিক অনাকাংখিত ঘটনাসমূহের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন জোন অধিনায়ক।
উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে মত বিনিময় সভা অনুষ্ঠিত
পানছড়ি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে সচিব রুবেল চাকমার সঞ্চালনায় । প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম হাসু এর সভাপতিত্বে । মেম্বার, গ্রাম পুলিশ, এলাকার গণ্যমান্যদের নিয়ে প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় উপস্থিত ছিলেন হিসাব সরকারি রনজেন্ট চাকমা, মেম্বার শান্তি জীবন চাকমা, সম্প্রীতি চাকমা, তাপস কান্তি চাকমা, রুমাকি চাকমা, খালেদা বেগম, হালিমা বেগম, মো. শাহজাহান মিয়া, মো. আবুল হোসেন, মোহাম্মদ লোকমান হোসেন দুলাল ও ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশগণ প্রমুখ।