বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুরে যমুনা ট্রেনের যাত্রাবিরতির আন্দোলন অব্যাহত
শ্রীপুরে যমুনা ট্রেনের যাত্রাবিরতির আন্দোলন অব্যাহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৭মিঃ) গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে যমুনা এঙ্প্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবীতে ৫ম দিনের মতো আন্দোলন চলে৷
২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকাগামী যমুনা এঙ্প্রেস ট্রেনের সামনে হাজার হাজার শ্রীপুরবাসী ও যাত্রীরা ব্যানার নিয়ে রেলপথে শানত্মিপূর্ণ অবস্থান করেন৷ এসময় ট্রেনটি যাত্রাবিরতি করতে বাধ্য হয়৷
আন্দোলনকারীদের পক্ষে তপন বণিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৭ এপ্রিল থেকে যমুনা এঙ্প্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবীতে রেলপথ অবরোধ করে আন্দোলন চলছে৷ ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য, রেলওয়ে অধিদপ্তর ও রেল মন্ত্রণালয়ে আবেদন পৌঁছানো হয়েছে৷ শ্রীপুরের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এ আন্দোলনকে রম্নটিন মাফিক আন্দোলনে রূপদান করেছেন৷ প্রতিদিন যমুনা এঙ্প্রেস ট্রেনের যাতায়াতের দু’টি সময় সকাল ৭টা ও সন্ধ্যা সাতটায় রেলপথ অবরোধের মাধ্যমে তাদের আন্দোলনকে সক্রিয় করেছেন৷
শ্রীপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মোতালেব আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, যমুনা এঙ্প্রেস ট্রেন স্টেশনে প্রবেশের এক ঘন্টা আগে থেকেই আন্দোলনকারীরা রেলপথে অবস্থান নেন, চলমান সিগনাল দেওয়া থাকে৷ আন্দোলনকারীদের অবরোধের কারণে ট্রেনটি যাতায়াতে দিনে দু’বার শ্রীপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করছে৷ তবে আন্দোলনকারীরা শানত্মিপূর্ণ অবস্থান বজায় রাখেন৷
শ্রীপুর ট্যুরিজমের আমান উল্লাহ ও আরিফ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, আন্দোলন দিনে দিনে বেগবান হচ্ছে৷ শ্রীপুরের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ বেড়ে চলেছে৷ দাবী সুনিশ্চিত আদায় না হওয়া পর্যনত্ম আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি আমরা৷
আন্দোলনকারীদের পক্ষে রাজনৈতিক নেতা হাবিবুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, যতদিন আন্দোলন চলছে প্রতিদিনই কমপক্ষে এক হাজার যাত্রী শ্রীপুর থেকে যমুনা এঙ্প্রেস ট্রেনে চড়ছেন৷ এটি আমাদের আন্দোলনের সফলতার আরেকটি দিক৷ তিনি এ আন্দোলনে শ্রীপুরের সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন৷