শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
মো. হেলাল উদ্দিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা সদর লোগাং জোন ৩ বিজিবি পক্ষ থেকে জনকল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে ।
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিকাল ৩ টায় পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর লোগাং জোন (৩ বিজিবি) এর পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। এ কর্মসূচীর আওতায় লোগাং জোন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকায় কচুছড়িমুখ বিওপি সংলগ্ন (জোন সদর দুর্গম পাহাড়ি এলাকা অবস্থিত) একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে স্থানীয় এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ্য জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
বিনামূলক চিকিৎসার সেবা ও প্রদানের সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি উপস্থিত ছিলেন।
এই সময় আরো বলেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।