শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মিরসরাইয়ে হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা হিতকরী’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সদস্য ও স্বেচ্ছাসেবী পুনর্মিলনী, সীরাত আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমআ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতিভোজ এর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন, স্বেচ্ছাসেবী পুনর্মিলনী ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। উক্ত প্রীতিভোজে উপজেলার ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড় শতাধিক প্রতিনিধি ছাড়াও অতিথি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভাকাঙ্খী, সংগঠনের প্রাক্তন সদস্য ও চলমান কার্যনির্বাহী সদস্য সহ প্রায় ৪ শতাধিক লোক অংশ গ্রহণ করে।
প্রীতিভোজ শেষে ২য় পর্বে সংস্থা’র সদস্য হাফেজ আব্দুল হাকিমের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কার্যক্রমে সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি’র সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য আবু হাসনাত লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, প্রজন্ম মিরসরাই’র প্রতিষ্ঠাতা ইউনুস নূরী, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার’র প্রতিষ্ঠাতা সারফুদ্দীন।
এসময় মহানবী (সাঃ) এর জীবনী নিয়ে প্রশ্নোত্তর পর্বে ৫ জনকে পুরস্কৃত করা হয় এবং হিতকরী’র প্রতিষ্ঠা বার্ষিকী’তে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ যুব ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সীরাত নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসাইন নিজামী ও আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হিতকরী সংগঠনের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল জানান, ২০০১ সালের ২০ সেপ্টেম্বর মাত্র ২৭ জন সদস্য নিয়ে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে উক্ত সংগঠন জাতীয় দিবস পালন, বৃক্ষ রোপণ, সড়ক সংস্কার, মাদক ও যৌতুক বিরোধী কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, হেফজ মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ, ক্যান্সার রুগীর আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের সহায়তা, বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে উক্ত সংগঠনে ২৯২ জন সদস্য রয়েছে।