বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আইইউটিতে নতুন দু’টি অনুষদ এবং স্নাতকে ছাত্রী ভর্তির সিদ্ধান্ত
আইইউটিতে নতুন দু’টি অনুষদ এবং স্নাতকে ছাত্রী ভর্তির সিদ্ধান্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) ওআইসি (অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) ১৪তম সিন্ডিকেট সভা ২১ এপ্রিল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের বোর্ড বাজার এলাকার নিজস্ব ক্যাম্পাস অনুষ্ঠিত হয় ৷
এই সভায় “প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ” এবং “বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অনুষদ” নামে দু’টি অনুষদ চালুর সিদ্ধান্ত গৃহীত হয়৷ এছাড়াও অন্যান্য স্নাতক প্রোগ্রামের পাশাপাশি “ব্যাচেলর অফ সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং” ও “ব্যাচেলর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন ইন টেকনোলজি ম্যানেজমেন্ট” নামে দুটি প্রোগ্রাম চালুর সিদ্ধান্তও গৃহীত হয়৷ প্রথমবারের মতো পরবর্তী শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) স্নাতক পর্যায়ে ওআইসি’র সকল সদস্য দেশ হতে ছাত্রী ভর্তি করা হবে৷
২১ এপ্রিল বৃহস্পতিবার আইইউটি’র রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ডঃ মোঃ শহিদ উলস্নাহ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে এসব তথ্য জানিয়েছেন৷