বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » অটোরিকশা চালককে পেটানোর অভিযোগ
অটোরিকশা চালককে পেটানোর অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক সিএনজি অটোরিকশার চালককে পিটিয়ে আহত করেছেন ৷ এসময় অন্য একটি অটোরিকশার গ্লাস ভাঙচুর করেন তিনি ৷
৭ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাসত্মায় শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে৷
আহত চালকের নাম রায়হান (২১)৷ তিনি শ্রীপুরের টেংরা এলাকার আমিন উদ্দিনের ছেলে৷ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শী সিএনজি চালকেরা অভিযোগ করে প্রতিবেদককে বলেন, শ্রীপুর-মাওনা সড়কের সিএনজি চালক রায়হান (২১) ঘটনার সময় ডেলিভারি রোগী নিয়ে মহাসড়ক অতিক্রম করে ওপাশে যাচ্ছিলেন৷ এসময় ওসি তার অটোরিকশা (গাজীপুর-থ-১১-৬৬৬৭) আটকিয়ে নামিয়ে এলোপাথাড়ি লাঠিপেটা করেন৷
আহত চালকের বাবা আমিন উদ্দিন প্রতিবেদককে জানান, এলোপাথাড়ি পেটানোয় তার ছেলের হাত-পা ফুলে গেছে৷ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো ভর্তি করা হয়েছে৷
এছাড়া মহাসড়কের পাশে শ্রীপুর-মাওনা চৌরাসত্মা মোড়ে যাত্রী ওঠানোর সময় আব্দুস সামাদ নামে আরেকজনের অটোরিকশা (গাজীপুর-থ-১১-৫১১৪) ভাঙচুর করেন৷
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বলেন, সড়কে সিএনজি ওঠানো হলে ভাঙচুরের নির্দেশ রয়েছে৷
কিন্তু, মহাসড়ক পারাপার ও মহাসড়ক ঘেঁষে যাত্রী ওঠানোর কারণে অটোরিকশা ভাঙচুর ও অন্যসব ব্যাপারে তিনি কিছু বলেননি৷
স্থানীয় পরিবহন শ্রমিকদের অভিযোগ করে বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল করলে সেগুলো আটক করে উত্কোচের বিনিমিয়ে ছেড়ে দেন ওসি৷ এ কারণে অনেকেই অটোরিকশা নিয়ে মহাসড়কে ওঠার সাহস পায়৷
আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৫৩ মিঃ