বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে সমাজ সেবার পক্ষ থেকে ফ্যামিলি কিটস বিতরণ
কাউখালীতে সমাজ সেবার পক্ষ থেকে ফ্যামিলি কিটস বিতরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা সমাজ সেবা কার্যালয় কতৃক সিএসপিবি প্রকল্পের আওতায় ইউনিসেফ হতে ফ্যামিলি কিটস ডিগনিটি কিটস ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ে বিতরণ করা হয়।
ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস।
এ সময় কাউখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, কাউখালী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সমাজ সেবা অফিসের স্টাফ মো. জামাল উদ্দিন সহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে, কাউখালী উপজেলা সমাজ সেবা কার্যালয় রাঙামাটি কর্তৃক সিএসপিবি প্রকল্পের আওতায় ইউনিসেফ হতে প্রাপ্ত ফ্যামিলি কিটস, ডিগনিটি কিটস উপজেলার চার ইউনিয়ন হতে মোট ১২৫ টি উপকারভোগি পরিবারের মাঝে এই ফ্যামিলি কিটস, ডিগনিটি কিটস বিতরণ করা হয়।