বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জন গ্রেপ্তার
ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জন গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জনকেক গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ঘোড়াঘাট থানা ওসি নাজমুল হকের নেতৃত্বে এক অভিযানে তাদেরকে গ্রপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, ঘোড়াঘাট পৌরসভার এস.কে বাজার এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আরাফাত ওরফে হৃদয় ও চকবামুনয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে আবু সাঈদ মিয়া।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন চলাকালে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা মোড়ে পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭০/৮০ জনের নামে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭। মামলার তদন্তে অজ্ঞাতনামা আসামীর মধ্যে গেপ্তারকৃতদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে দিনাজপুর আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘোড়াঘাট দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক রাখু
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাট দলিল লেখক কল্যান সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আনোয়ার হোসেন সভাপতি ও আতিকুজ্জামান রাখু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে সিনিয়র দলিল লেখক ও প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের উপস্থিতিতে ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার মোছা. কামরুন্নাহার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সরফরাজ আহম্মেদ দুলাল, সহ-সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সরকার, কোষাধ্যক্ষ সৈয়দ ফজলে বারী চৌধুরী বিলাস, প্রচার ও দপ্তর সম্পাদক খাজা সাদেকুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল আলম শাহীন।
অত্র দলিল লেখক সমিতির মোট ৫৫ জন সদস্য এ নির্বাচনে ভোট প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির ৮টি পদের মধ্যে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদক এবং ধর্ম বিষয়ক সম্পাদক এর আগেই বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন।