শনিবার ● ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ঘোড়াঘাট প্রতিনিধি :: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার ০৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক
সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
আলোচনা সভায় শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ঘোড়াঘাট কেসি স্কুল ও কলেজ অধ্যক্ষ লুৎফর রহমান সরকার, নুরজাহানপুর অব: সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাব হোসেন সরকার, ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান, রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, দক্ষিন জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বিগত সরকারের আমলে তৈরি শিক্ষা কারিকুলাম বাতিল, তাদের বেতন কাঠামোর বৈষম্য দূর করা সহ ন্যায্য দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালিবের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এবং অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।