রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের পক্ষ থেকে কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত : দায়ক-দায়ীকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের পক্ষ থেকে কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত : দায়ক-দায়ীকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ কতৃক বৌদ্ধদের বৃহৎ ধর্মীয় উৎসব মহান কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন।
আজ ৬ অক্টোবর-২০২৪ রবিবার রাঙামাটি শহরের মৈত্রী বিহারে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে কঠিন চীবর দান বাতিল ঘোষণা করা হয়।
পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।
এসময় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের ভিক্ষুগণ উপস্থিত ছিলেন।
এদিকে বৌদ্ধদের বৃহৎ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত ঘোষনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়ক-দায়ীকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকই বলেছেন, প্রজ্ঞাবান এবং প্রকৃত বৌদ্ধ এরকম সিদ্ধান্ত নিতে পারে না। এ ধরনের সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাব রয়েছে।
এ বিষয় সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আগামী কাল ০৭ অক্টোবর-২০২৪ তারিখ বেলা ১২ টায় শুভ কঠিন চীবর দান উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে৷