রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ
খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংঘাত নৈরাজ্যের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ অক্টোবর খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাম্প্রদায়িক সংঘাত, অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্য, এবং গুজব ছড়িয়ে শান্ত পাহাড়কে অশান্ত করে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার বিরুদ্ধে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সম্প্রীতি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এছাড়াও খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার দাশ, সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সদর উপজেলার মাওলানা তরিকুল, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ
প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশে বক্তরা বলেন, শান্ত এ পাহাড়কে সংঘাত, নৈরাজ্যমুক্ত, সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্থিতিশীল যে কোন পরিবেশ রুখে দিয়ে ভাতৃত্বের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আজকের এ সমাবেশ। এখানে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপ্রিয় ভাবে সহাবস্থান করবে। পাহাড়ে আগে যেমন সকলে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ রেখে বসবাস করে আসছে, আশা রাখি ভবিষ্যতেও একে অপরের প্রতি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে সচেষ্ট থাকবো। তাই আমরা সকলে মিলে এ পাহাড়কে সুন্দর করে গড়ে তুলি, যেখানে থাকবে না কোন হানাহানি, বৈষম্যতা, সাম্প্রদায়িক কোন সহিংসতা। সকল সম্প্রদায় শান্তিতে বসবাস করার জন্য এ পাহাড়কে শান্তিবাস যোগ্য হিসেবে গড়ে তুলি। বক্তারা সকলে মিলে অপশক্তির বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান।