শুক্রবার ● ১১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করেন যুবদলের নেতারা
কাউখালীতে দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করেন যুবদলের নেতারা
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী বাজার শ্রী শ্রী গীতা মন্দিরে গতকাল বৃহস্পতিবার রাতে শারদীয় দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করলেন কাউখালী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গাপুজো উপলক্ষে কাউখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল হাসেমের নেতৃত্বে কাউখালী বাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গীতা মন্দির দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় কাউখালী উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক মিন্টু কান্তি দে,উপজেলা যুবদলের সদস্য মো. পারভেজ মানিক, ৩ নং ঘাগড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রফিকুল ইসলাম, ৩ নং ঘাগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মফিজুর রহমান, কাউখালী বাজার শ্রী শ্রী গীতা মন্দির পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে, ঘাগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোবহান, ঘাগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. মহসিন, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াশিম বড়ুয়া, ঘাগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. সুলতান, ঘাগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. ইকবাল সহ বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান গুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।