শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব বই দিবস পালন
কাউখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব বই দিবস পালন
কাউখালী প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) ২৩ এপ্রিল ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস ৷ পৃথিবীর প্রায় ১০০ টির দেশে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে এই দিবসটি পালন করা হয়ে থাকে ৷ দিবসটির অন্যতম উদ্দেশ্য তরুনদের বই পড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা ৷ তারই ধারাবাহিকতায় রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ এপ্রিল শনিবার ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস-২০১৬ পালিত হয় ৷
কাউখালী উপজেলার পোয়াপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক করুনা ময় চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা সকাল ১০টায় উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)৷
অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ম্রানুচিং মারমা, শিক্ষক মোঃ ইব্রাহিম ও শিক্ষক বরুন বিকাশ ৷
পরে বিদ্যালয় ছাত্র ও ছাত্রীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷
এছাড়া উপজেলা সদরে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সেকায়েপ প্রোগ্রাম অফিসার রাজন দত্ত মজুমদার, বিদ্যালয় পিটিআই কমিটির সভাপতি মোঃ বদিউজ্জামান,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল হাশেম ও শিক্ষক মোঃ জাহেদুল আলম প্রমুখ ৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় শিক্ষক প্রকাশ কান্তি দাশ ৷ আলোচনা সভাশেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ৷
এদিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া সৃজনীট্রাস্ট স্কুল এন্ড কলেজে ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস-২০১৬ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার বিদ্যালয় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ৷
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আরমানুল হক, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ বশির উদ্দিন ৷
অনূষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুর রহমান, মোঃ ওমর আল ফারুক ও মোঃ খলিলুর রহমান ৷
বিশ্ব বই দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন ৷