শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে শারদীয় দুর্গাপুজো মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ
কাউখালীতে শারদীয় দুর্গাপুজো মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপুজো উপলক্ষে গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করেন।
শারদীয় দুর্গাপুজো উপলক্ষে উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শ্রী শ্রী গীতা মন্দিরে শারদীয় দুর্গাপুজো মন্ডপগুলি পরিদর্শন করেন।
এ সময় কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি অর্জুন মনি চাকমা, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ,সহ-সভাপতি আবুল কালাম রিপন, বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর তারা মিয়া, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ছগির, বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. শওকত, যুবদল উপজেলা শাখার সভাপতি মমিনুল করিম,ছাত্র দল আহবায়ক তারেক হাসান, ছাত্র দল সদস্য সচিব জাহিদূর রহমান, জাসাস উপজেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন,বেতবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী আকবর, ঘাগড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাফায়েত উল্লাহ পিন্টু,কলমপতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কান্তি দে, বিএনপি নেত্রী রাশেদা বেগম সহ উপজেলা বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলায় ৪ টি শ্রী শ্রী গীতা মন্দিরে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তারমধ্যে কাউখালী বাজার শ্রী শ্রী গীতা মন্দির, ঘাগড়া শ্রী শ্রী গীতা মন্দির, বেতবুনিয়া মাষ্টারগোনা শ্রী শ্রী গীতা মন্দির, বেতবুনিয়া তালুকদার পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির।
প্রতিটি মন্দিরে শারদীয় দুর্গাপুজো মন্ডপ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শারদীয় দুর্গাপুজো পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে দুর্গা পুজো উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে সম্মানীত নগদ অর্থ বিএনপির নেতৃবৃন্দ তুলে দেন।