শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন
নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার দিনব্যাপী সপ্তমী বিহিত পূজাশেষে অষ্টমী তিথিতর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতেন, নির্বাহী সদস্য অরবিন্দু বনিক যুগ্ম সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক বিধাল পাল প্রমুখ।
নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌরসভার গোবিন্দ জিউ-র মন্দির পুজামন্ডপ,লোকনাথ আশ্রম পুজা মন্ডপ,সদর ইউনিয়নের আদিত্যপুর ঠাকুরবাড়ি পুজামন্ডপ, উপজেলার ২নং ইউনিয়নের বড় ভাকৈর পূর্ব, ৩ নং ইউনিয়নের মধ্যসমেত, ইছবপুর, ৪নং ইউনিয়নের বহরমপুর, ৫ নং আউশকান্দি ইউনিয়নের ভৈরবানন্দ মন্দির, আলমপুর দুর্লভ ঠাকুর মন্দির পুজামন্ডপ, ৬ নং কুর্শি ইউনিয়নের হালিতলা তামাশপুর নরসিংহ জিউড় আখড়া ৭নং করগাওয়ের তাজপুর মাধবপুর পূজামন্ডপ, ৯নং বাউসা, ১০নং দেবপাড়া ১৩ নং পানিউমদা ইউনিয়নের ইমাম বাওয়ানী চা-বাগান, গোপাল রায়ের বাড়ী পুজামন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি চিনু সুত্রধর, সাধারণ সম্পাদক চন্দন রায় হরি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, দিগলবাক ইউনিয়নের শভাপতি নৃপেন্দ্র দেব, সাধারণ সম্পাদক স্বপন সুত্রধর, আউশকান্দি ইউনিয়নের সভাপতি জিতেশ সুত্রধর, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ, ১১ নং ইউনিয়নের জিতেন্দ্র বৈদ্য, ১৩ নং ইউনিয়নের সভাপতি ব্রজগোপাল রায়সহ অন্যান্য নেতৃবৃন্দসহ পুজারীদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন। হালিতলা তামাসপুর সার্বজনিন পূজা সংঘের সভাপতি লিটন চন্দ্র রায়, সাধারণ, সম্পাদক তপন পুরকায়স্থ তাজপুর ইয়ুথ ক্লাবের,সভাপতি মিন্টু দাশ সাধারণ সম্পাদক রতন দাশ, দশভূজা যুব সংঘের সভাপতি সুঘিভ দাশ মিন্টু,সাধারণ সম্পাদক বাবলু দাশ, মাধবপুর মহাজন বাড়ি পূজা মন্ডপের সভাপতি প্রদিপ দাশ সাধারণ সম্পাদক নিউটন দাশ
শিক্ষক পলাশ রতন দাশ,বড় ভাকৈর গীতা সংঘের সভাপতি বীর মক্তিযোদ্ধা অবনী মোহন দাশ,সাধারণ সম্পাদক নীরেশ দাশ মধ্যসমত সার্বজনীন পূজা উদযাপন কমিটি সভাপতি রান্টু রায় সাধারণ সম্পাদক নারায়ন রায়,ইছবপুর যোগানন্দ আশ্রম সার্বজনীন পূজা সংঘ
সভাপতি প্রবির সূত্রধর, সাধারণ সম্পাদক সুখেন্দু সূত্রধর, বহরমপুর সার্বজনীন পূজা কমিটি সভাপতি জীতেন সূত্রধর সাধারণ সম্পাদক অসীম গোস্বামী শ্রী শ্রী ভৈরবানন্দ মহাশক্তি দেবালয়, আউশকান্দি সভাপতি মিহির আচার্য্য, সাধারণসম্পাদক বজেন্দ্র দেবনাথ, আলম সার্বজনীন সনাতন যুব সংঘের সভাপতি সুরঞ্জিত বিশ্বাস সাধারণ সম্পাদক খোকন সূত্র ধরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নবীগঞ্জ উপজেলায়র ৯২ পুজা মণ্ডপে সুন্দর ও সুষ্টভাবে নের্তৃবৃন্দ পরে পাশ্ববর্তী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর শাসন পালবাড়ী পুজা মণ্ডপে আশেতোষ পালের সভাপতিত্বে এবং নারায়ন পালের সার্বিক তত্ত্বাবধানে দুর্গাপুজো উপলক্ষ্যে সংগীত ও নৃত্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন।