শনিবার ● ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টায় ২ জনকে জরিমানা
ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টায় ২ জনকে জরিমানা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করে বস্তায় ভরে মাংস নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী আটক ২ জনকে আটক করেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
শনিবার ১২ অক্টোবর বেলা ১১ টার দিকে উপজেলার ঋষিঘাট গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা উপজেলার মগলিশপুর নয়াপাড়া গ্রামের সুমন মিয়া ও সাদ্দাম হোসেন নামের কসাই। এদিকে সুমন মিয়া একজন গরু ব্যবসায়ী বলে খোঁজ নিয়ে জানা যায়।
জানা গেছে, ঋষিঘাট গ্রামের সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির একটি অসুস্থ গরু কসাই ও গরুর ব্যবসায়ী মিলে ৭ হাজার টাকায় ক্রয় করে ওই বাড়িতেই জবাই করে। এরপর মাংস গুলো বস্তায় ভরে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ২ জনকে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কে জানান। ইউএনও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাংস গুলো ইউনিয়ন পরিষদে এনে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।
এলাকাবাসী জানান, তারা দীর্ঘদিন থেকে এরকম কাজের সাথে জড়িত।
এ ব্যাপারে কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।