বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রূপ নির্ণয়
ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রূপ নির্ণয়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রূপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাট এর পক্ষ থেকে উপজেলার ওসমানপুর দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক রফিকুল ইসলাম।
উক্ত কর্মসূচিতে সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুল হকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক সহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ২টি কওমি মাদ্রাসা ও এতিম খানার প্রায় ১১০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রূপ নির্ণয় করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন এস এম রেজাউল করিম বিপ্লব, মাহমুদুল হাসান বাবু, রিংকু, ফুয়াদ, সাগর, সাব্বির হাসান প্রমুখ।