শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৫মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন৷
শনিবার ২৩ এপ্রিল দুপুর ১২টায় ইউনিয়নের মোল্যাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন৷
পরে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, রাখালগাছি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাধারণ ভোটারেদের কাছ থেকে তার নৌকা প্রতীকে জোরপূর্বক সিল নিচ্ছেন ও তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী তার কর্মী সমর্থকদের দিয়ে জোর করে নৌকা প্রতিকে ভোট নিয়ে নিচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রে তার মটরসাইকেল প্রতিকের এজেন্টদের বের করে দিয়েছে৷ তিনি এ বিষয়ে নির্বাচন অফিসে লিখিত অভিযোগও দায়ের করেছেন৷ আলতাফ হোসেনের মোটরসাইকেল প্রতীকে এলাকার জন সাধারন সিল দিতে গেলে ভোটারদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন ৷