শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাজার নিয়ন্ত্রণে এনে মানুষকে স্বস্তি দিন : জননেতা সাইফুল হক
বাজার নিয়ন্ত্রণে এনে মানুষকে স্বস্তি দিন : জননেতা সাইফুল হক
লক্ষীপুর প্রতিনিধি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষীপুর জেলা সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অভুক্ত মানুষের পক্ষে ভালো ভালো সংস্কারও হজম করা কঠিন হতে পারে।তিনি বলেন, খাদ্যপণ্যের লাগামহীন উর্ধগতির কারণে দেশের অধিকাংশ মানুষ বড় কষ্টে আছে।সরকারকে সমর্থন করার কারণে তারা এখনও রাস্তায় নামছেনা।তিনি বলেন, দেশের সোয়া চার কোটি মানুষ অতি দারিদ্র্য সীমায় নেমে গেছে। সরকার দ্রুত এই পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে আগামী তিন মাসে আরও এক কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার নীচে নেমে আসতে পারে।তিনি মুনাফাখোর সিণ্ডিকেট ভেংগে দিয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সমন্বিত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, মীমাংসিত কিছু বিষয় খুঁড়িয়ে তোলা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।তাতে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বিতর্কের মধ্যে পড়তে পারে।
বহ্নিশিখা জামালী বলেন, বাজারদামের লাগাম টেনে অবিলম্বে মানুষকে স্বস্তি দিতে হবে। তিনি গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবি জানান। তিনি গণআন্দোলন-
গণঅভ্যুত্থানে নারীদের সংগ্রামী ভূমিকার স্বীকৃতি দিয়ে নারী অধিকার নিশ্চিত করার আহবান জানান।
আকবর খান , জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে শ্রমজীবী মেহনতি মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন।তিনি সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পতাকাতলে সামিল হতে জনগণের প্রতি আহবান জানান।
লক্ষীপুর জেলা উকিল বার সমিতি মিলনায়তন এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মাহবুবুল করিম টিপু, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান মনির, লক্ষীপুর জেলার সংগঠক মামুন অর রশীদ,ছাত্রনেতা সাজ্জাদুল করিম আলভী। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপির লক্ষীপুর জেলার যুগ্ম সদস্যসচিব এডভোকেট মোঃ হাছিবুর রহমান প্রমুখ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এডভোকেট মাহবুবুল করিম টিপুকে সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পার্টির লক্ষীপুর জেলা কমিটি গঠন করা হয়।