শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে আওয়ামীলীগ-বিএনপি-বিজিবি ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত- ১০
চাটমোহরে আওয়ামীলীগ-বিএনপি-বিজিবি ত্রিমুখী সংঘর্ষে নিহত-১ আহত- ১০
চাটমোহর প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২২মিঃ) নির্বাচনের ফলাফল দেরীতে ঘোষনায় চাটমোহর বাহাদুরপুর ভোট কেন্দ্রে আওয়ামীলীগ-বিএনপি-আইশৃংখলা রক্ষাকারী বাহিনীর ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে ৷ সংঘর্ষে ইমদাদ হোসেন (৩৫) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন ৷ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে ৷ নিহত ইমদাদ হোসেন (৬০) উপজেলার বাহাদুরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ৷ নিহত ইমদাদ বিএনপির সমর্থক বলে জানা গেছে ৷
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচনের ফলাফল ঘোষনা দেরী হওয়ায় স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকেরা উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর ভোট কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করে ৷ এমনকি বিক্ষুব্ধ জনতা দায়িত্বরত আইন শৃংখলা বাহিনী আনসার ও বিজিবি সদস্যদের উপর হামলা চালায় ৷ এসময় বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে৷ আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে গুলিবিদ্ধ ইমদাদ হোসেন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন ৷
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ভিাগের কর্তব্যরত চিকিত্সক ডা: সালাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৷
বাহাদুরপুর ভোট কেন্দ্রের দায়িত্বরত বিজিপির সহকারী পরিচালক হাসান আলী সাংবাদিকদের জানান, জনতা আমাদের উপর চড়াও হলে আমাদের দায়িত্বরতরা ৯ রাউন্ড গুলি ছড়ে ৷ এসময় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি ৷ তবে নিহত ব্যক্তি কিভাবে মারা গেছে সে বিষয়টি আমার জানা । এঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে ৷