রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইয়ুথ গ্রুপের ত্রৈ মাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
কাউখালীতে ইয়ুথ গ্রুপের ত্রৈ মাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে বে-সরকারি উন্নয়ন সংস্থা আশিকা আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের ত্রৈ-মাসিক সক্রিয়করণ সভা গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ত্রৈ- মাসিক সক্রিয়করণ সভায় সভাপতিত্ব করেন আশিকা আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিতা চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মো. ইমতিয়াজ আহমেদ, কাউখালী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, আশিকা আস্থা প্রকল্পের ফিল্ড এ্যাসোসিয়টস টোকেন চাকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশিকা আস্থা প্রকল্পের কাউখালী উপজেলা ইয়ুথ গ্রুপের সভাপতি মো. সালাহউদ্দিন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইয়ুথ গ্রপের সদস্য মো. নুরুল ইসলাম, রাবেয়া আক্তার, মো. রুবেল, শারমিন আক্তার, রেমি চাকমা, জুলি প্রু ।
উল্লেখ যে, রাঙামাটির আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়টসের বাস্তবায়নে কাউখালী উপজেলা ইয়ুথ গ্রুপের মোট -৩০ জন গ্রুপ সদস্য / সদস্যরা ত্রৈমাসিক সক্রিয়করণ সভায় অংশ গ্রহণ করেন।