শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গণহিস্টিরিয়ায় অর্ধশত শ্রমিক অসুস্থ
গাজীপুরে গণহিস্টিরিয়ায় অর্ধশত শ্রমিক অসুস্থ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় কনসেপ্ট নিটওয়ার নামের একটি তৈরি পোশাক কারখানায় গণহিস্টিরিয়ায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন৷
২৩ এপ্রিল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে৷ আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
কারখানায় কর্মরত শ্রমিকরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, সকালে কাজে যোগদানের পর কর্মরত অবস্থায় প্রথমে এক নারী শ্রমিক মেশিনে বিদ্যুতায়িত হয়ে আহত হয়৷ এ সময় আহত ওই নারী শ্রমিককে সহযোগিতা করতে এগিয়ে আসা অপর শ্রমিকরাও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হয়৷ কারখানায় বিদ্যুতে শ্রমিক নিহত এমন গুজবে কারখানায় থাকা অপর শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানার ভিতর এদিক সেদিক ছোটাছুটি করে হৈ চৈ করতে থাকলে কারখানা কর্তপক্ষ ফ্লোরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেয়৷ হঠাত্ করে এক সাথে অনেক শ্রমিক ফ্লোরের মধ্যে গরমে ঠাসাঠাসি করে শোরগোল করতে থাকলে গরমে একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে কারখানার ভিতরে পড়ে যেতে থাকে৷ এ সময় অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে৷ খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা ১ দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ৷