রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ডিসের সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাবেদ শাহ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লা মিছকিন শাহ (রহ.)’র বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জাবেদ শাহ একই বাড়ির মৃত এমদাদুল ইসলাম শাহের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাবেদ শাহ জনৈক মহিউদ্দিন শাহ খোকনের বাড়িতে পানির মোটরের পাইপ সংযোগের কাজ করছিলেন৷ এসময় খোকনের ঘরের রেলিংয়ে বসে পাইপ লাইন টানতে গিয়ে ডিস লাইনের বৈদ্যুতিক সংযোগের তার মাথায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল সত্যতা নিশ্চিত করেন।