রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙামাটিতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. মোশারফ হোসেন সেলিম, রাঙামাটি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ অক্টোবর বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখন দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তাদের দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এসময় যুবদলের প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে জেলা যুবদলের সদস্যরা ৫ নং ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আগামী নগর যুবদলের কর্ণধর মো. শহীদুল ইসলাম এর নেতৃত্বে প্রায় দুইশতাধিক নেতাকর্মী নিয়ে ফ্যাসিষ্ট সরকারের খুনি হাসিনাকে গ্রেফতার ও বিচারের দাবীতে মিছিল সহকারে বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় জেলা যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।