শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » হাত-পা বেধে গৃহবধুকে গণধর্ষণ
হাত-পা বেধে গৃহবধুকে গণধর্ষণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৭মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ এলাকায় ২২ এপ্রিল শুক্রবার ভোরে সনাতন ধর্মাবলম্ভী এক গৃহবধুকে হাত-পা বেধে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা ৷ পরে তাকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ৷ এ ঘটনায় ধর্ষণকারীরা বিভিন্ন ভাবে ওই গৃহবধুর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে বলে জানা যায় ৷
স্থানীয় গ্রাম পুলিশ শ্রী শুনিল চন্দ্র সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ওই গৃহবধুকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে জানান তার প্রতিবেশী এক মহিলা ৷ পরে ঘটনাস্থলে গিয়ে তাকে হাত-পা ও মুখ বাধা বিবস্ত্র অবস্থায় দেখতে পাই ৷ তার মুখে বাধা কাপড় খুলে তার শরীর ডেকে দিয়ে হাত ও পায়ের বাধন খুলে দিলেও অচেতন অবস্থায় থাকে ৷ পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি৷ পড়ে সন্ধ্যায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল (শতামেক) পাঠানো হয়েছে ৷
ভুক্তভোগী ওই গৃহবধু আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শুক্রবার ভোর ৩ টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে পারিবারিক শত্রুতার জের ধরে পূর্ব থেকে ওত পেথে থাকা স্থানীয় গোপাল চন্দ্র সরকার, ফনেন্দ্র চন্দ্র সরকার, খগেন্দ্র সরকার, তরু চন্দ্র সরকার তাকে তুলে নেয় ৷ পরে তাকে পাশের একটি নির্জন বাড়ীতে নিয়ে কাপড় খুলে মুখ বেধে রশি দিয়ে হাত-পা বেধে পালাক্রমে ধর্ষণ করে ৷ এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে রাতের কোন এক সময় ওই বাড়ীর পাশে নিয়ে কলা গাছের সাথে বেধে ফেলে রেখে পালিয়ে যায় ৷ পরে তাকে কে বা কারা হাসপাতালে ভর্তি করে ৷ এক ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ৷
স্থানীয় এক নারী উম্মি রানী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সকালে বাড়ির পিছনে গিয়ে তাকে বিবস্ত্র ও হাত-পা বাধা অবস্থায় দেখতে পাই ৷ তাকে হত্যা করা হয়েছে ভেবে চিত্কার করে লোকজন ঝড়ো করে তাকে উদ্ধার করে দেখি জীবিত রয়েছে ৷ পড়ে তাকে হাসপাতালে পাঠানো হয় ৷
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, রাত ৯ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি৷ অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হবে ৷