রবিবার ● ২৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌর কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবী
রাঙামাটি পৌর কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবী
ষ্টাফ রিপোর্টার :: (১১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মিঃ) এক দফা এক দাবী, সরকারী কোষাগার থেকে বেতন ভাতাদিসহ অবসর সুবিধাদি শ্লোগান নিয়ে চাকুরী জাতীয়করনের দাবীতে রাঙামাটি পৌর কর্মচারী সংসদ ২৪ এপ্রিল রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে৷ মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটি পৌর কর্মচারী সংসদ নেতৃবৃন্দ ৷
স্মারকলিপিতে রাঙামাটি পৌর কর্মচারী সংসদ উল্লেখ করে, আমরা বাংলাদেশের সকল পৌরসভার কর্মচারীগণ সম্মানিত পৌরবাসীর সেবায় নিরলসভাবে কাজ করি৷ একজন শিশুর জন্ম থেকে মৃ্ত্যু অবধি আমরা সেবাদান করে থাকি৷ সুর্যোদয় থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগপুর্ণ আবহাওয়াতে এমনকি ধর্মীয় বৃহত্ উত্সব সমুহে ও জাতীয় দিবসে নিজেদের পারিবারিক আনন্দ ত্যাগ করে পৌরবাসীর সেবায় কাজ করি৷ ইতিপুর্বে সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে পৌরসভার কর্মচারীদের বেতন বৈষম্য থাকায় সেসময় তা বিবেচনায় নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বেতন বৈষম্য দুর করেন৷ ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে বাংলাদেশের অন্যান্য পৌরসভার মত রাঙামাটি পৌরসভাও কর্মচারীদের বেতনভাতা প্রদানে অসমর্থ হচ্ছে৷ বেতন ভাতা সময়মত না পেয়ে পৌর কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে৷ পৌরবাসীর সেবায় নিয়োজিত কর্মচারীগণ আর্থিক অনটনের কারণে প্রতিনিয়ত সমাজের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে৷ এমনকি চাকুরী শেষে যখন অবসরে যায় তখন শুন্য হাতে পৌরসভা থেকে বিদায় নিতে হচ্ছে৷ এ দুঃসহ মর্মান্তিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার লৰ্যে পৌরসভার কর্মচারীদের দীর্ঘদিনের দাবী ”এক দফা এক দাবী, সরকারী কোষাগার থেকে বেতন ভাতাদিসহ অবসর সুবিধাদি” পাওয়ার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের অন্যতম সহযোগী হিসেবে আপনার সহানুভুতি ও সুবিবেচনায় নিয়ে পৌর কর্মচারীদের মানবেতর জীবনের মুক্তি কামনা করছি৷ রাঙামাটি পৌর কর্মচারী সংসদ এর সভাপতি একেএম বশির হোসেন ও সাধারন সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন৷
এসময় রাঙামাটি পৌর কর্মচারী সংসদ এর সকল সদস্য ও রাঙামাটি পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন৷