শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পেলো মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পেলো মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পেলো মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা। বুধবার (৬ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি সালা উদ্দিন চৌধুরীর হাতে নিবন্ধন সনদ তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী আবদুল আলীম।
মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নস্থ সুফিয়া রোডের খান সুপার মার্কেটে অবস্থিত সংস্থা’র কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিতিতে, মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র কার্যকরী সদস্যদের নিয়ে মিরসরাই উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র গ্রহণ করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিতি ছিলেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা, সম্মানিত সদস্য ইমতিয়াজ উদ্দিন, প্রজন্ম মিরসরাই’র পরিচালক ওমর ফারুক, সংবাদ কর্মী আকতার হোসেন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, রক্তিম পরিবারের প্রতিষ্ঠাতা বাহাউদ্দীন আকীব, চাইল্ড কেয়ার বাংলাদেশ’র শাহরিয়ার হোসেন আবির ও আরিফুল ইসলাম ইমন।
মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র প্রতিষ্ঠাতা মোঃ সালাউদ্দিন চৌধুরী বলেন, ২০২১ সালের ০১ অক্টোবর অস্থায়ী বাসায় ৯ জন সদস্যকে দিয়ে সংগঠনের নাম করণের মধ্যে দিয়ে সদস্য সংগ্রহের মধ্যে যাত্রা শুরু হয় এবং ১৯ অক্টোবর মিরসরাই পার্ক ইন রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ভাবে কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে ২৭জন সদস্যকে নিয়ে মূল যাত্রা শুরু হয়। বর্তমানে উক্ত সংগঠনে ১৯৭জন সদস্য রয়েছে।
চলতি বছরের ২২ অক্টোবর সংগঠন নিবন্ধনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে আবেদন করা হয় এবং ৬ নভেম্বর তারিখে মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা নিবন্ধন প্রাপ্ত হয়, যাহার নিবন্ধন সনদ নাম্বার-১৩৮।
মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই :: মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাটাছরা ইউনিয়নের আব্দুস ছত্তর ভুঁইয়ার হাটে ৭নং কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নুর হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা আবিদ উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর নুরুল হুদা হামিদী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, শুরা কর্মপরিষদ সদস্য আবদুল গফুর, চট্টগ্রাম জজ আদালতের সহকারী সরকারি কৌশলী এডভোকেট ফজলুল বারী, চট্টগ্রাম উত্তর জেলা’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, ডেপুটি এ্যাটনী জেনারেল এডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলার সাবেক আমীর মাওলানা নুরুল করিম, জোরারগঞ্জ থানার শুরা ও কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, ৫নং ওচমানপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল হোসাইন চৌধুরী, জোরারগঞ্জ থানার শ্রমিক কল্যান পরিষদের সহকারী সেক্রেটারি রেদোয়ানুল হক, করেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আরিফুর রহমান।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা’র সর্বস্তরের সুধী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।