বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব অবহিতকরণ সভা
রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব অবহিতকরণ সভা
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে ৮অক্টোবর বৃহস্পতিবার সকালে রাঙামাটির বিএম ইন্সটিটিউটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু ৷ সভাপতিত্ব করেন রাঙামাটি বিএম ইন্সটিটিটের অধ্যক্ষ মাহমুদুন নবী খান ৷ এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, রাঙামাটি বিএম ইন্সটিটিউটের সহকারী অধ্যক্ষ, রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রমের ভারপ্রাপ্ত প্রশিক্ষক ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটেরপরিকল্পনা বিভাগীয় প্রধান মোঃ রাকিবুল ইসলাম ৷
রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কে উপস্থিত যুবদের ধারনা প্রদান করেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুবক প্রশিৰক রাকিবুল হাসান ভুঁইয়া ৷
সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে সরকার বিনামূল্যে বই, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কারসহ বিভিন্ন উন্নয়নের পাশাপাশি যুবদের রেড ক্রিসেন্টে অন্তভূক্ত করে মানব সেবায় উজ্জিবিত করতে এ ধরনের উদ্দ্যেগ গ্রহণ করেছে সরকার ৷ তারই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এই সহশিক্ষা কার্যক্রম ৷ বক্তরা বলেন, আত্নমানবতা সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷ মানব ও প্রকৃতি সৃষ্ট সকল দূযোর্গে রেড ক্রিসেন্ট সবসময় এগিয়ে যায় মানব সেবায় মানব সেবার এই আন্দোলনে দেশের প্রতিটি যুবদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তরা ৷
আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.২৬ মিঃ