শুক্রবার ● ১৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা
শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোন সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি। গণঅভ্যুত্থানে শ্রমিকদের কোন প্রত্যাশা এখনও পূরণ হয়নি। গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি।
তিনি বলেন শ্রমিকদের সাথে মালিক ও সরকার পক্ষের মধ্যে সাক্ষরিত ১৮ দফা চুক্তির অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন শ্রমিকরা স্বস্তিতে না থাকলে অন্তর্বর্তী সরকারেও স্বস্তি আসবেনা।
তিনি বলেন, বেশকিছু গারমেন্টস কারখানায় বকেয়া মজুরি পরিশোধ না করায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তিনি বলেন,তুলনামূলকভাবে ভালো কারখানাতেও মজুরি ঠিকমত পরিশোধ করা হচ্ছেনা।তিনি গারমেন্টস শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করে উৎপাদন গতি আনতে অবিলম্বে স্বাক্ষরিত ১৮ দফা বাস্তবায়নের জন্য মালিক ও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে। তিনি শ্রমিকদের জন্য বাঁচারমত মজুরী নির্ধারনেরও দাবি জানান।
বহ্নিশিখা জামালী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের ভালো কাজও মানুষ মূল্যায়ন করবেনা।
আজ বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, এমডি ফিরোজ, অরবিন্দু বেপারী বিন্দু।
সংহতি বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কবির খান, গণতন্ত্র মঞ্চের গাজীপুর জেলার নেতা রাশিদুল হাসান রানা, মিন্টু মিয়া, আহসান হাবিব, শাহ আলম, সফিউল আলম, আলহাজ্ব উদ্দিন প্রমুখ।
এর আগে সকালে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
পার্টির শিল্পাঞ্চল কমিটির আহবায়ক অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির শিল্পাঞ্চল কমিটির সংগঠক মোহাম্মদ সুমন,আব্দুল হালিম ভুইয়া,নাঈম খান প্রমুখ নেতৃবৃন্দ।