শনিবার ● ১৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় খাগড়াছড়ি জোন এর ব্যবস্থাপনায় পানছড়ি উপজেলার ভারতবর্ষ পাড়া এলাকায় প্রায় দুইশত পঞ্চাশ জন স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার ১৬ নভেম্বর-২০২৪ পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন, মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন এবং ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন।
এছাড়াও চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে মেজর তুরফা ইসলাম, ক্যাপ্টেন তাসমিয়া শফিক, মেডিকেল অফিসার, এমডিএস, খাগড়াছড়ি, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বলেন চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। খাগড়াছড়ি জোনের আওতাধীন সকল ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জোন কমান্ডার জানান।