সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক
ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৯) ও গড়াডোবা ইউনিয়নের বড়রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শাহীন মিয়া (২৬)।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর এলাকার মা-বাবার দোয়া মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করে। পরে সোমবার ঈশ্বরগঞ্জ থানার এএসআই সামসুজ্জোহা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
আজ ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
ইউএনও’র উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে বার্ষিক পরীক্ষা সম্পন্ন
ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি