সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করলো মিরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন
শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করলো মিরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন
আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করলো মিরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন।
যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক সরকারি-বেসরকারি পর্যায়ে সম্পৃক্ত থেকে সামাজিক, মানবিক ও যুব বান্ধব কার্যক্রম বাস্তবায়নে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করে মিরসরাইয়ের সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন, স্বীকৃতি নং - যুউঅ.চট্ট. ০৬/১৭, মীরসরাই, চট্টগ্রাম।
যুব ভবন, হালিশহর, চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্বার’র সভাপতি রিপন কুমার দাশ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে দুর্বার’র প্রতিনিধিদের মাঝে এ সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী আব্দুল আলীম ও সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম।
২০১১ সালের ৭ জানুয়ারিতে মিরসরাইয়ের মলিয়াইশে হেতালিয়া খালের পাড়ে চব্বিশ প্রতিষ্ঠাতার নেতৃত্বে গড়ে উঠা সংগঠন এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃষি, ক্রিড়া, দূর্যোগ মোকাবিলা, অবক্ষয় রোধ সহ সামাজিক, মানবিক ও যুব বান্ধব সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে সর্বমহলে প্রশংসিত হয়েছে। ভালবাসা ও আস্থা অর্জন করেছে সবার। সে থেকে ২০২৪ এর এসময় পর্যন্ত টানা ১৪ বছর গৌরবের সাথে দুর্বার’র দুইশতাধিক স্বেচ্ছাসেবীরা নিরবিচ্ছন্নভাবে সুন্দর সমাজ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। চলার পথে প্রাপ্তির ঝুলিতে সবার ভালবাসা, সরকারি -বেসরকারি দপ্তর কর্তৃক সম্মাননা ও স্বীকৃতি আমাদের কর্মের অর্জন। যে অর্জন দুর্বারের সাথে সম্পৃক্তদের কর্মের প্রতি করে তুলবে আরো বেশি দায়বদ্ধ।