বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙামাটিতে ২দিনব্যাপী আয়কর মেলা শুরু
রাঙামাটিতে ২দিনব্যাপী আয়কর মেলা শুরু
নির্মল বড়ুয়া মিলন,রাঙামাটি:: ১৭ সেপ্টেম্বর : দেশের অন্যান স্থানের ন্যয় আজ বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা ৷ চট্টগ্রাম কর অঞ্চল-৩, এর অয়োজনে সকালে রাঙামাটি চেম্বার অব কমার্সে ২দিনব্যাপী আয়োজিত এ কর মেলার উদ্ধোধন করেন রাঙামাটি জেলার জেলা প্রসাশক মোঃ সামসুল আরোফিন ৷ চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর যুগ্ন কমিশনার ফরিদ আহমদের সভাপতিত্বে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন ৷ স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারি কর কমিশনার কর সার্কেল-৬১, কর অঞ্চল চট্টগ্রাম আ,স,ম তৈহিদুল ইসলাম৷
উদ্বেধনী বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক বলেন, বাইরের উন্নত দেশের ন্যয় আমাদের দেশেও টেক্স সিস্টেমকে অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যেতে পারলে জনগন সহজেই কর প্রদান করবে ৷ তিনি বলেন, এ মেলার মাধ্যমে জনগনকে বুঝাতে হবে কর কেন দেওয়া হয় ৷ কর সিস্টেমকে মানুষের দোড় গোড়াই পৌছে দিতে হবে ৷ কর দেশের উন্নয়নের একটি অংশ ৷ জনগন যদি সঠিকভাবে কর প্রদান করে এই করের একটি অংশ আমাদের দেশের রাস্তা-ঘাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজের একটি অংশ হিসেবে বাজেটে যুক্ত হবে ৷ তিনি বলেন, বাংলাদেশ বৈদিশিক ঋণ পরিশোধে বর্তমানে ১নম্বরে রয়েছে ৷ সঠিক সময়ে বাংলাদেশ বৈদিশিক ঋণ পরিশোধের কারণে বিশ্ব ব্যাংক আমাদের দেশকে ঋণ দেওয়ার জন্য সবসময় আগ্রহী ৷ এটি আমাদের দেশের একটি বড় সফলতা আর এই সফলতা অর্জন হয়েছে জনগনের সঠিকভাবে কর দেওয়ার কারনে ৷ তিনি সরকারের ২০২১ সালের রুপকল্পকে বাস্তবায়নের জন্য সঠিকভাবে কর প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন ৷
উদ্ধোধনী অনুষ্ঠানে জানানো হয় সরকার ২০১৪-১৫অর্থ বছর থেকে আয়করকে সব্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে কর সংগ্রহ নীতিমালা গ্রহণ করে ৷ চলতি ২০১৫-১৬ অর্থবছরেও এ আয়করকে সব্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে৷ চলতি বছর এর লৰ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা ৷ স্বাধীনতার পর প্রথম অর্থবছর ১৯৭২-৭৩সনে আয়কর আদায় করা হয়েছিল মাত্র ১০কোটি টাকা ৷ গত অর্থ ২০১৪-১৫অর্থ বছরে শুধু আয়কর আদায় করা হয়েছে ৪৮হাজার ৫শত ২৫কোটি টাকা ৷
কর বিভাগের দক্ষতা ও সেবার মান বৃদ্ধি এবং করদাতা বান্ধব পরিবেশ তৈরি কওে কর আহরনের ক্ষেত্র ও পরিমান বৃদ্ধির লক্ষে এ প্রথম বারের মতো সারা দেশের ৬৪ জেলার পাশাপাশি আরো ও ৮৬টি উপজেলায় আয়কর মেলার আয়োজন করা হয়েছে ৷