সোমবার ● ২৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিনামূল্যে সিম রেজিস্ট্রেশনে টাকা নেয়া হচ্ছে
গাজীপুরে বিনামূল্যে সিম রেজিস্ট্রেশনে টাকা নেয়া হচ্ছে
গাজীপুর জেলা প্রতিনিধি :: বিনামূল্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করার নিয়ম থাকলেও নিয়ম অমান্য করে গ্রাহকদের কাছ থেকে নেয়া হচ্ছে টাকা৷ গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রতিটি সিম রেজিস্ট্রেশনে নেয়া হচ্ছে সর্বনিম্ন ২০ টাকা৷ এছাড়া উপজেলাগুলোতে নেয়া হচ্ছে ৫০ টাকা বা তার অধিক৷
গ্রাহক সেজে২৪ এপ্রিল রবিবার গাজীপুর শহরের জয়দেবপুর বাজার, কাজী মার্কেটের আশেপাশে, জোড়পুকুর, গাজীপুর বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তাসহ ভাসমান সিম রেজিস্ট্রেশন কেন্দ্রগুলোতে সিম রেজিস্ট্রেশন করতে গেলে প্রতি সিমে ২০ টাকা চেয়ে বসেন রেজিস্ট্রেশনকারীরা৷
বাংলালিংক সিম রেজিস্ট্রেশন করতে গেলে কর্মরত রেজিস্ট্রেশনকারীরা বলেন, তারা প্রতি সিমে ২০ টাকা করে নিচ্ছেন৷ বিনামূল্যে তারা সিম রেজিস্ট্রেশন করেন না৷ করলে তাদের লোকসান হয়৷
অথচ শুরু থেকে সরকার ও সকল মোবাইল অপারেটররা ঘোষনা দিয়ে আসছে বিনা খরচে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবিন্ধন করা যাবে৷ সকল মোবাইল অপারেটররা তাদের নিজেদের বুথ স্থাপনের মাধ্যমে ৩০ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করবেন৷
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ১ মে সকল অনিবন্ধিত সিম ৩ ঘন্টার জন্য বন্ধ থাকবে এর পরে খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলি একেবারেই বন্ধ হয়ে যাবে৷