সোমবার ● ২৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে স্কুলের জমি রক্ষায় মানববন্ধন
ঝিনাইদহে স্কুলের জমি রক্ষায় মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ শহরের শহীদ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে ও রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা৷ রোববার ২৪ এপ্রিল ওই স্কুলের সামনে এ মানববন্ধন হয়৷ এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়৷
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মতলেব, খন্দকার আব্দুল মতিন, খন্দকার আব্দুস সালাম, ইউপি সদস্য নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কার সিদ্দিকী, ক্রীড়াবিদ জয়নাল আবেদীন প্রমুখ৷
মানববন্ধনে বক্তারা বলেন, সদ্য সরকারি হওয়া ওই স্কুলের খেলার মাঠের অর্ধেক অংশ জাল দলিল করে বেড়া দিয়ে দখল করার চেষ্টা করছেন স্থানীয় রবি খোকন নামে এক প্রভাবশালী ব্যক্তি ৷ অবিলম্বে এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা৷