মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক
সন্দ্বীপে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক
মাহমুদুল হাছান,সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: নারী- কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি প্রতিপাদ্যার আলোকে সন্দ্বীপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে গতকাল ২৫ নভেম্বর সোমবার হারামিয়া ইউনিয়নের এনাম নাহার মোড়ে মিয়াজি আবাসিক এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কমকর্তা আবদুল খালেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, বিশিষ্ট ব্যাবসায়ী আসিফ আকতার, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চল প্রধান শামসুর, নিজেরা করি সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সাংবাদিক ইলিয়াছ সুমন নারী প্রগতি সংঘ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আকতার, নারী প্রগতি সংঘ কমিউনিটি অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, সহ বিভিন্ন নারী কর্মিরা বক্তব্য রাখেন।
বৈঠকে যদি কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে তাহলে ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সেবা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সরকারি হটলাইন নম্বর ১০৯-তে ফোন করে সেবা নিতে বলা হয়।