শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি রাজবন বিহারে আসার পথে বাস উল্টে বড়ুয়া জনগোষ্ঠীর ২২ পূণ্যার্থী আহত
রাঙামাটি রাজবন বিহারে আসার পথে বাস উল্টে বড়ুয়া জনগোষ্ঠীর ২২ পূণ্যার্থী আহত
নির্মল বড়ুয়া মিলন, স্টাফ রিপোর্টার :: আজ ২৯ নভেম্বর-২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি এলাকায় চট্ট মেট্টা –ব- ১১- ০৩৭৭ নম্বারের যাত্রীবাহি বাসটি সড়কে পাশে উল্টে যায়।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এবং স্থানীয়রা সড়কে পাশে বাস উল্টে যাওয়া আহত যাত্রীদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
জানাযায়, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে রাঙ্গনিয়া থেকে রাঙামাটি রাজবন বিহারে সংঘদান ও অষ্টপরিস্কার দানসহ মহতি পূণ্যানুষ্ঠান এর উদ্দেশে বড়ুয়া জনগোষ্ঠীর পূণ্যার্থীদের নিয়ে শুক্রবার সকাল সাড়ের ৮টার দিকে বাসটি ছেড়ে আসে। বাসটি মানিকছড়ি বাজার এলাকা পৌছার আগে ১টি সিএনজি আট্টো রিক্সাকে সাইড দিতে গিয়ে বাস চালকের গাফিলতার কারণে বাসটি মূল সড়কের পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা বিপুল বড়ুয়া (৪৫), পিতা শাক্যপদ বড়ুয়া, মাতা নিয়তি বড়ুয়া, রুমা বড়ুয়া (৪৫), পিতা অবনি বড়ুয়া, মাতা মল্লিকা বড়ুয়া, প্রিয়া বড়ুয়া (৩৫), পিতা রনধীর বড়ুয়া, মাতা ছবি বড়ুয়া, সেবিকা বড়ুয়া (৩৮), পিতা সুনীতি বড়ুয়া, মাতা মনজু রানী বড়ুয়া, সংঘ রত্ন ভিক্ষু (৪৫),মৈত্রী বিহার, রাঙ্গুনিয়া, পিতা মনকিছ বড়ুয়া, মাতা রেনু বড়ুয়া, পুষ্পিতা বড়ুয়া (১৬), পিতা তাপস বড়ুয়া, মাতা সেবিকা বড়ুয়া, শ্রবনী বড়ুয়া (১১), পিতা সুভাষ বড়ুয়া, মাতা সুচন্দা বড়ুয়া, ছবি বড়ুয়া (৭২), পিতা বিহারী লাল বড়ুয়া, মাতা গোপা রানী বড়ুয়া, সুচন্দা বড়ুয়া (৩৫), পিতা অরুন বড়ুয়া, মাতা আলপনা বড়ুয়া, নীলু বড়ুয়া (৪৮), পিতা সুধীর বড়ুয়া, মাতা শান্তিবালা বড়ুয়া, কুমকুম বড়ুয়া (১২), পিতা নির্মল বড়ুয়া,মাতা স্মৃতি বড়ুয়া, সুদীপা বড়ুয়া (২৬), পিতা সুবাস বড়ুয়া, মাতা সুচন্দা বড়ুয়া, সৌরভ বড়ুয়া (২০), পিতা তিমির বড়ুয়া, নিতা বড়ুয়া (৫০), পিতা সুনীল বড়ুয়া,মাতা লক্ষী রানী বড়ুয়া, তিন্নি বড়ুয়া (২৪), পিতা দয়াল বড়ুয়া,মাতা মুন্নী বড়ুয়া, অঞ্জনা বড়ুয়া (৬০), পিতা নিদয় রঞ্জন বড়ুয়া, মাতা নিধুবালা বড়ুয়া, তিমির বরণ বড়ুয়া (৫৫), পিতা শাক্যপদ বড়ুয়া, মাতা নিয়তি বড়ুয়া, রুহু বড়ুয়া (৫০), পিতা অশ্বিনী বড়ুয়া, মাতা গোপা বড়ুয়া, সুইটি বড়ুয়া (৩৫), পিতা পরিমল বড়ুয়া, মাতা ছবি বড়ুয়া, সিমান্ত বড়ুয়া (২৭), পিতা প্রনব বড়ুয়া, মাতা নিতা বড়ুয়া, শংকর দত্ত (৬৫), পিতা হরি কৃষ্ণ দত্ত, মাতা কপিবালা দত্ত,শিখা দত্ত (৫৫), পিতা রায়মোহন দত্ত, মাতা গিতা দে মারাত্মকভাবে আহত হয়। আহতরা সকলেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘ রত্ন ভিক্ষু , সীমান্ত বড়ুয়া ও পুষ্পিতা বড়ুয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতাল ৮জন আহত রোগী ভর্তি আছে। ১১জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। মোট আহত ২২ জন।
ঘটনার পর বাসের চালক ও হেলপার পালাতক । এবিষয়ে কোতয়ালী থানায় কোন মামলা হয়নি।