সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাউজানে যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে তাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে আহত অবস্থায় মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি যুবদলের কর্মী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জাান গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা কওে বাড়ি ফেরার পথে একদল অন্ত্রধারী সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। এসময় মুখোশধারী সন্ত্রাসীরা তাকে মৃত মনে করে পালিয়ে যান। তার স্ত্রী বেদুয়া বেগম বলেন, ধারালো অস্ত্রর আঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি চিৎকার শুরু করলে, আমি গিয়ে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রাতেই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত নাছির কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, আওয়ামীলীগের অস্ত্রধারী এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। এব্যাপারে জানতে চাইলে, রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
রাউজানে আগুনে দোকান পুড়ে ছাই
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে উপজেলরা চিকদাইর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় ৭টি দোকানে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা শামসুল আলম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।