মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৮
ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৮
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন৷ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড গুলিবর্ষণ করে ৷
সোমবার ২৫ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে ওই উপজেলার নওয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ৷ তবে তাদের নাম জানা যায়নি৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম, সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে নওয়াপাড়া গ্রামের রতন ও মুক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷
এর জের ধরে সোমবার দুপুরে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা, ঢাল-সড়কি, রামদা ও গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে দু’পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়৷ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে ফের সংঘষের্র আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷