মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের বিক্ষোভ-মিছিল
পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের বিক্ষোভ-মিছিল
মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর :: বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই) পার্বতীপুর শাখার উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন ১নং প্লাটফর্মে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে।
রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ, মাইলেজসহ পেনশন, মাইলেজ জটিলতার নিরসন. আগামী ১৩ জুন ২০২৩ এর আগেই পূর্বের ন্যয় রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে পেনশন ও অনুতোষিক নিষ্পত্তি, আইবাস সিস্টেম রানিং স্টাফদের বেতন ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে পদোন্নতি প্রদান ও চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করা, রেল সচিব মহদয়ের প্রতিসূতি অনুযায়ী ৩০ নভেম্বররর ২০২৪ মধ্যে সকল দাবী-দাবা পুরণের কথা থাকলেও তা বাস্তোবায়ন করা হয়নাই এরই প্রেক্ষিতে, দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে।
বিক্ষোভ-মিছিল শেষে আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির, অহাবায়ক পার্বতীপুর শাখার বি. এম শহিদুল আলম, সহ-অর্থ সম্পাদক কবির হোসেন, সানয়ার হোসেন, কবির হোসেন, কাজী ওহেদুজ্জামান, রোকনুজ্জামান, বেদানুর রহমান, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আতাউর রহমান, আসরাফুল ইসলাম সুজন, তৌফিক রহমান, আরও অনেকে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্যকালে রানিং স্টাফদের দাবী-দাবা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।