বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নদী বাঁচলে দেশ বাঁচবে : শাজাহান খান
নদী বাঁচলে দেশ বাঁচবে : শাজাহান খান
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: নদী বাঁচলে তবেই দেশ বাঁচবে ৷ ফসল উত্পাদন, মত্স উত্পাদন সরাসরি নদীর সাথে সম্পৃক্ত৷ নদী ও কৃষি বান্ধব শেখ হাসিনার সরকার তাই নদী খননের উপর বিশেষ গুরাত্বরোপ করেছেন ৷ নদী খননের জন্য ইতিমধ্যে বেশ কিছু ড্রেজার মেশিন কেনা হয়েছে ৷ অনেক নদীকে ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনা হয়েছে ৷ চাটমোহরের বড়াল নদীকে কার্যকর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ পাবনার চাটমোহরে বড়াল নদী পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপরোক্ত কথাগুলো বলেন ৷ পাবনার চাটমোহরের মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদীর মধ্য দিয়ে কয়েক দশক পূর্বে কয়েকটি ক্রস বাঁধ দেওয়া হয়েছে ৷ নাটোর জেলা বাগাতিপাড়া উপজেলায় নদীটির উপর পানি উন্নয়ন বোর্ড কতৃক ১৯৮৪-৮৫ সালে একটি সুইজগেট নির্মাণ করা হয়েছে ৷ বাগাতিপাড়া সুইজগেট থেকে ৪৬ কিঃ মিঃ উজানে নদীর উত্স মুখ রাজশাহীর চারঘাটে পদ্মার সাথে মিশেছে ৷ উত্স মুখের ১ কিঃ মিঃ ভাটিতে অপর একটি সস্নুইজগেট নির্মাণ করা হয়েছে ৷ নূরনগর এলাকায় বড়াল নদীটি গুমানী নদীর সাথে মিশেছে ৷ এর ৩শ মিটার উজানে অপর একটি সুইজগেট নির্মাণ করা হয়েছে ৷ নদীর বুকে ৩ টি সুইজ গেট, কয়েকটি ক্রস বাঁধ ও পদ্মা নদীর নাব্যতা হ্রাসের কারণে বড়াল পানি শূন্য নদীতে পরিনত হয়েছে ৷ ফলে নদী পাড়ের মানুষেরা সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছেন দীর্ঘদিন যাবত ৷ নদীর পাড় দখল করে অনেকে বাড়ি ঘর দোকান পাট নির্মাণ করেছেন ৷ এর প্রেক্ষিতে বড়াল নদী অবমুক্ত করতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছেন বড়াল নদী রক্ষা কমিটি৷ নদীর বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে গতকাল সরেজমিন চাটমোহরে আসেন নৌপরিবহন মন্ত্রী ৷ তিনি নদীর নূরনগর, নতুনবাজার খেয়াঘাট, বোঁথর ঘাট, রামনগর ঘাট এলাকা পরিদর্শন করেন ৷ এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান বীর প্রতিক আতাহারুল ইসলাম, বড়াল নদী রক্ষা কমিটির আহবায়ক ভাষা সৈনিক এ্যাডঃ গৌড় চন্দ্র সরকার, সদস্য সচিব এস এম মিজানুর রহমান, উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল করিম আরজ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন ৷ আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬. ৪২ মিঃ