মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কাউখালীতে কৃষকের মাঝে সার,বীজ বিতরন
কাউখালীতে কৃষকের মাঝে সার,বীজ বিতরন
কাউখালী প্রতিনিধি :: খরীফ-১/২০১৬ মৌসুমে নেরিকা আউশ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোধনা কর্মসুচির আওতায় নেরিকা আউশ (জুম) ও নেরিকা রোপা আউশ চাষীদের মাঝে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারন অফিস বিনামুল্যে সার
বীজ বিতরন ২৫ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের
সামনে অনুষ্ঠিত হয়৷
সার,বীজ বিতরন পুর্বে কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যনি চকমা(কৃপা), আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা ৷
প্রধান অতিথি কাউখালী উপজেলার ৪ ইউনিয়নের মোট ৫৫ জন কৃষকের মাঝে বিনামুল্যে সার,বীজ অর্থ বিতরণ করেন। তারমধ্যে জুম চাষি ৫০ জনকে ২০ কেজি করে ইউরিয়া,১০ কেজি করে ডিএসপি
১০ কেজি করে এমওপি সার,বীজ এবং প্রতিজনকে ৮০০করে নগদ অর্থ ও ধান ১০ কেজি করে বিতরণ করেন ৷