বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা জানে আলম গ্রেপ্তার
রাউজানে শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা জানে আলম গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের দশ মামলার আসামী যুবদল নেতা জানে আলমে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত ২ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনির একটি আভিযানিক দল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করেন। জানে আলম নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহ রক্ষিত পাড়ার আবদুল ছালামের ছেলে। তার বড় ভাই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফজল হক। বর্তমানে সৌদি অবস্থান করছেন।
জানা যায়, জানে আলম বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহবায়ক খন্দকার গোলাম আকবরের অনুসারী এবং জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।
চাঁদাবাজি, বাড়িতে অনধিকার প্রবেশ করে মারধর, অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় গ্রেফতারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী মো. জানে আলম এর বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টা সংক্রান্তে সর্বমোট ১০টি মামলা রয়েছে। এরমধ্যে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনে চারটি মামলা হয়েছে। জানা গেছে তবে, আগের মামালাগুলোতে তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৫ আগস্টের পর জানে আলমের নেতৃত্বে নোয়াপাড়াসহ দক্ষিণ রাউজানের বেশকিছু এলাকায় চাঁদাবাজি, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, দখলবাজি, মারধরসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ডে ত্রাস ও আতঙ্কের জনপদে পরিণত হয়। তাকে গ্রেপ্তারে জনমনে স্বস্তি ফিরে এসেছে।