শিরোনাম:
●   সুনামগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে কম্বল বিতরণ ●   পানছড়িতে রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ●   কাউখালী আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত ●   নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়াতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান ●   মিরসরাইয়ে মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ●   রাউজানে ভূমিদস্যুরা অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ ●   রাঙামাটিতে উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ●   অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের গণবিরোধী ও আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন ●   রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ●   ঈশ্বরগঞ্জে মাদক সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৪ ●   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের রুবি জয়ন্তীতে ২ দিনব্যাপী বর্নাঢ়্য আয়োজন ●   ২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট ●   রাবিপ্রবি’র ভিসি হিসেবে ড. আতিয়ার রহমান এর যোগদান ●   ভারতের তীর্থ মেলায় বাংলাদেশের জনসাধারনকে নিষেধাজ্ঞা ●   পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই ●   এআই ভিত্তিক বিশ্বের জন্য তরুনদের প্রস্তুত করতে হবে : চুয়েট ভিসি ●   কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত ●   নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে এক্সেভেটর ও ট্রাকসহ আটক-৪ ●   মিরসরাইয়ে চুরি করা ডিজেলসহ চোর গ্রেফতার ●   ভরাট হওয়া রাউজান খাল এখন কৃষকের গলার কাঁটা ●   ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১১ ●   কুষ্টিয়ায় উৎসাহ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   রাবিপ্রবির নতুন ভিসি ড. আতিয়ার রহমান ●   নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা ●   রাঙামাটির ডিসি ও এডিসির বিরুদ্ধে আওয়ামীলীগের পরামর্শে কাজ করার অভিযোগ ●   পানছড়িতে ৩২বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই প্রেসক্লাবের দায়িত্ব পেলেন সাংবাদিক নুরুল আলম
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই প্রেসক্লাবের দায়িত্ব পেলেন সাংবাদিক নুরুল আলম
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই প্রেসক্লাবের দায়িত্ব পেলেন সাংবাদিক নুরুল আলম

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পেশাজীবি সংবাদ কর্মীদের সংগঠন মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন দৈনিক আমার দেশ ও দৈনিক আমাদের সময় পত্রিকা’র মিরসরাই প্রতিনিধি নুরুল আলম। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি’র দায়িত্ব অর্পণ করা হয়।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরসরাই প্রেসক্লাবের বর্তমান সভাপতি এনায়েত হোসেন মিঠু চাকরিজনিত কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সেক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করার কথা ক্লাবের সহসভাপতি সাইফুল হক সিরাজী ও দিদারুল আলম ভূঁইয়া। তারা দায়িত্ব পালনে অনীহা ও অনাগ্রহ প্রকাশ করায় ক্লাবের কার্য্যনির্বাহী ১ নম্বর সদস্য নুরুল আলমকে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি সাইফুল হক সিরাজী, দিদারুল আলম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন ও আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার আজিজ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান রহমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য আশরাফ উদ্দিন, শিহাব উদ্দিন শিবলু, আকতার হোসেন ও জাবেদ ভুঁইয়া।

মিরসরাইয়ে মায়ানীর যুব উন্নয়ন সংঘের কমিটি গঠন

মিরসরাই :: মিরসরাই উপজেলার পূর্ব মায়ানীর স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা যুব উন্নয়ন সংঘ’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের নতুন কার্যকরী কমিটিতে আবদুল মান্নান সভাপতি ও মোঃ সামসুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সাইমন খান (রিপন), সহ সভাপতি সৈয়দ মোশারফ হোসেন, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন (নিশান), কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন (তানভীর), ক্রীড়া সম্পাদক মোঃ শাহরিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সরফুল ইসলাম (জনি), ধর্মীয় সম্পাদক সরওয়ার হোসেন, অফিস সম্পাদক মোমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইমুম আহমেদ, সদস্য আশরাফ উদ্দিন, নাঈম উল্লাহ , মোঃ শেখ ফরিদ, আজহার উদ্দিন।

যুব উন্নয়ন সংঘ ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে স্থানীয়ভাবে সামাজিক, সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

মিরসরাইয়ে ১২তম জাগ্রত প্রতিভার মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১৭৮৪ শিক্ষার্থী

মিরসরাই :: মিরসরাইয়ের অন্যতম সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার আয়োজনে গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ১২তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের সার্বিক তত্বাবধানে উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফটিকছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা’র ১৬১ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৮৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৪ টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে- করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়য়ের ৩২ টি হলরুমে ৭০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেহ আহমদ, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. আনোয়ার হোসেন, সংবাদ কর্মী আকতার হোসেন প্রমুখ।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল দে, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের অনুষ্ঠিতব্য মেধা বৃত্তি পরীক্ষায় খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অসীম দত্ত পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভাষক জাহিদুল ইসলাম পরীক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বৃত্তি কমিটির আহবায়ক হিসেবে মাষ্টার কামরুল ইসলাম ও সদস্য হিসেবে আব্দুর রহমান, সরোয়ার উদ্দিন, মাষ্টার আবুল হাসান, শরিফুল ইসলাম, রিয়াজ উদ্দিন রাজু দায়িত্ব পালন করেন।

চলতি বছরের আগষ্ট মাসের শেষের দিকে মেধাবৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয় এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিবন্ধন কার্যক্রম চালু হয়ে ২৬ নভেম্বর শেষ হয়।

প্রসঙ্গত, জাগ্রত প্রতিভা নামের এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ১৯৯৭ সালের ৪ এপ্রিল মাত্র ২০ জন সদস্য নিয়ে হিঙ্গুলী থেকে যাত্রা শুরু করে এবং ২০০৪ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন (নং-২৬২২) লাভ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)