মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ও STEMX365 এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চুয়েট ও STEMX365 এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও STEMX365 এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই সমঝোতা চুক্তির মাধ্যমে টিচিং, রিসার্চ, ট্রেইনিং, ল্যাব ডেভেলপমেন্ট, ফ্যাকাল্টি আদান-প্রদান, স্টুডেন্ট ও স্টাফদের উন্নয়নসহ ভার্চুয়াল ইন্ডাস্ট্রির সাথে সংযুক্তি এবং স্টুডেন্টদের ইন্টার্নশিপ এর সুযোগ তৈরি করবে যা উভয় প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে।
এ উপলক্ষ্যে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার ২০২৪ বেলা ১১টায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও STEMX365 এর পক্ষ থেকে স্বাক্ষর করেন STEMX365 এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুল হক চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক ভিসি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, যন্ত্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এর সাবেক সদস্য ড. ইমতিয়াজ কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
স্টেমএক্স ৩৬৫ এর পক্ষে উপস্থিত ছিলেন STEMX365 এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুল হক চৌধুরী।