মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বেহাল দশার প্রতিবাদ ও সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পানছড়ি বাজার উন্নয়ন কমিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এ সড়ক ব্যবহার করে খাগড়াছড়ি সদরের ২টি ইউনিয়ন, পানছড়ি উপজেলার ৫টি এবং মাটিরাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ মানুষ জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে।
সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি রোগী পরিবহন এবং গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা গ্রহণে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতি দ্রুত সড়কটি পুনঃনির্মাণ বা সংস্কারের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ন-সম্পাদক মোঃ আল-আমিন সোহাম, মোঃ মোফাজ্জল হোসাইন, দুর্নীতি দমন কমিশন খাগড়াছড়ি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ইউসুফ আদনান, শিক্ষক আশিকুর রহমান, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পানছড়ি কমিটির সভাপতি মনির হোসেন প্রমূখ।